Views Bangladesh Logo

এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে তলে তলে সরকারের সায় আছে: সিপিবি

লপি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তলে তলে সরকারের সায় আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কারওয়ান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের ‘নৈরাজ্য’ দূর করার দাবিতে বিক্ষোভ শেষে সমাবেশে এ অভিযোগ করেন দলটির নেতারা।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ সরকার তাদের ধরছে না, তার মানে কি? তলে তলে সরকারের সায় আছে? না হলে, এত বড় সাহস তারা পায় কোথায়?

সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, আগামী তিন দিনের মধ্য এলপিজির দাম না কমালে এবং সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বহুগুণ বৃদ্ধি বন্ধ না করতে পারলে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, ঢাকা শহরের পাড়া-মহাল্লায় পাইপে গ্যাস না থাকার কারণে আজকে বাসা বাড়িতে চুলা জ্বলছে না। এই সংকট আমরা দীর্ঘদিন ধরে লক্ষ করছি। আমরা দেখছি যে, এই সংকট নিরসনের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর প্যারিস লন্ডন পর্যন্ত বানিয়ে ছাড়ছে। অথচ এই বাংলাদেশের সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটাকে তারা বিবেচনায় নিচ্ছে না।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন, আমাদের দেশের মাটির নিচে গ্যাস আছে, সেই গ্যাস ঠিকমতো তোলা হচ্ছে না। যতটুকু তোলা হয় তাও ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। এটার পেছনে নতুন নাটক আছে। যদি দেশের গ্যাস ঠিকমতো তুলে সরবরাহ করলে দাম তো কমে যাবে। এই সরবরাহ যদি ঠিকমতো না থাকে, তাহলে বিদেশ থেকে গ্যাস এনে বিক্রি করতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ