জিএম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমান সুযোগ দেবে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী দল। একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও বর্তমান পরিস্থিতিতে সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে দলকে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে