জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দলটির কো-চেয়ারম্যান, মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্যসহ অব্যাহতি পাওয়া ১০ জন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদবিও ফিরিয়ে দিয়েছেন।
পদ ফিরে পাওয়া নেতারা হলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান এবং প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাজমা আকতার (ফেনী), মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), জসীম উদ্দিন (নেত্রকোনা) ও আরিফুর রহমান খান (গাজীপুর)।
জি এম কাদেরের দেয়া অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারের করা মামলার শুনানি শেষে বৃহস্পতিবার (৩১ জুলাই) জাপার নেতাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনাও দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলামের আদালত।
আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন ভিউজ বাংলাদেশকে জানান, মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিএম কাদের ও মাহমুদ আলমের কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। জিএম কাদেরকে দলের গঠনতন্ত্রের ২০(১) (ক) ধারা ব্যবহারের প্রয়োগ থেকে বিরত থাকারও অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়। এছাড়া জিএম কাদেরের আদেশে অব্যাহতিপ্রাপ্ত ১০ জনের প্রাথমিক সদস্য পদসহ সব পদবি ফিরিয়ে দেয়া হয়েছে।
মামলাটির অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ১৮ জুলাই জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্র পরিপন্থিভাবে জি এম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জি এম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল ডেকে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ গত ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে এবং পরে আরও তিনজনকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল বারী জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় পার্টির সব কার্যক্রম থেকে জি এম কাদেরের ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অব্যাহতিপ্রাপ্ত ১০ জনের প্রাথমিক সদস্য পদসহ সব পদবি ফিরিয়ে দিয়ে তাদেরকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছেন আদালত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে