পর্বতারোহণে এসে জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ীর মৃত্যু
শীতকালীন অলিম্পিকে দুইবারের স্বর্ণজয়ী অ্যাথলেট লওরা ডালমেইরা পাকিস্তানের কারাকোরাম পর্বতে পর্বতারোহণের সময় দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩১ বছর। বাইথলনে তিনি দুটি অলিম্পিক স্বর্ণসহ মোট সাতটি বৈশ্বিক শিরোপা জিতেছিলেন।
জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, উপরে থেকে পাথর পড়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। বৈরি আবহাওয়ায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
পর্বতারোহণপ্রেমী লওরা আগেই জানিয়েছিলেন, দুর্ঘটনায় মৃত্যুর পর যেন মরদেহ উদ্ধার না করা হয়—তার পরিবারও এই ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছে।
২০১৯ সালে অ্যাথলেটস জীবন থেকে অবসর নিয়ে লওরা পর্বতারোহণে মনোনিবেশ করেন। তার মৃত্যুতে জার্মানির ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে