নেপালে জেন-জিদের দখলে সংসদ ভবন, বিক্ষোভে নিহত ৮
নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন-জি (Gen-Z) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভের কথা থাকলেও সোমবার তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ও গেট টপকে নিউ বানেশ্বরে অবস্থিত সংসদ ভবনে তাণ্ডব চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিক্ষোভের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বানেশ্বর ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে। প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজালের স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়েছে, স্থানীয় প্রশাসন আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারফিউ জারি করা হয়েছে এমন এলাকাগুলো হলো: নিউ বানেশ্বর চৌক থেকে পশ্চিমে বিজুলিবাজার সেতু, পূর্বে টিঙ্কুনে চৌক, উত্তরে আইপ্লেক্স মল সংলগ্ন রত্ন রাজ্য সেকেন্ডারি স্কুল এবং দক্ষিণে শঙ্খমূল সেতু।
১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া জেন-জি তরুণরা কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল এবং বিরাটনগরের মতো বিভিন্ন শহরে সরকারের দুর্নীতি এবং ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছে। নিউ বানেশ্বর এলাকায় কিছু তরুণকে পুলিশের গার্ড হাউসে উঠতে দেখা যায়, যার পরই নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে। বর্তমানে কর্তৃপক্ষ পার্লামেন্ট ভবনে প্রবেশ করা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে