Views Bangladesh Logo

জি-জেন বিক্ষোভের মুখে মাদাগাস্কার সরকারের পতন

বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে জেনারেশন জেড বা জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সরকারের পতন ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক টেলিভিশন ভাষণে সরকার ভেঙে দেয়ার ঘোষণা দেন আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে রাজোয়েলিনা বলেন, ‘যদি আমার প্রশাসনের সদস্যরা তাদের দায়িত্ব পালন না করে থাকে, তবে আমরা তা মেনে নিচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।’

একইসঙ্গে বিদ্যুৎ ও পানির সরবরাহ বিঘ্নিত হওয়ায় মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে নেন এবং বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি।

গত ২৫ সেপ্টেম্বর রাজধানী আন্তানানারিভোতে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে আটটি শহরে। যদিও প্রেসিডেন্ট ইতোমধ্যে অবহেলার অভিযোগে জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন, তবুও আন্দোলনকারীরা রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিসভার পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।

সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে এলে প্রেসিডেন্ট রাজোয়েলিনা প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং সরকার বিলুপ্তির ঘোষণা দিতে বাধ্য হন। তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে, যার পরে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।

এ অবস্থায় নিরাপত্তা বাহিনীর ‘অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের’ নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি জানান, এতে কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন।

তুর্ক বলেন, বিক্ষোভকারীদের গ্রেপ্তার, মারধর, রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং তাজা গুলির শিকার হতে হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ