Views Bangladesh Logo

পেরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিবার পেরুর রাজধানীতে শত শত সরকারবিরোধী বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুর্নীতি, অপরাধ এবং বিতর্কিত পেনশন সংস্কার আইনের বিরোধিতায় উত্তেজনা চরমে পৌঁছায়। ‘জেন জি’ নামের তরুণদের সংগঠন এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। প্রায় ৫০০ জন বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থলে জড়ো হলে বিপুলসংখ্যক পুলিশ তাদের ঠেকাতে মোতায়েন ছিল।

এএফপির সাংবাদিকদের তথ্যে জানা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও লাঠি নিক্ষেপ করে আর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি তীব্র আকার ধারণ করে যখন বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

৫৪ বছর বয়সী বিক্ষোভকারী গ্লাডিস বলেন, ‘বর্তমানে দেশে আগের মতো গণতন্ত্র নেই। সন্ত্রাস, চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’


অন্য এক বিক্ষোভকারী সেলেন আমাসিফুয়েন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, জনগণের অনুমোদনও নেই। তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’

স্থানীয় গণমাধ্যম এক্সিটোসা জানিয়েছে, তাদের এক সাংবাদিক ও ক্যামেরাম্যান আঘাতে আহত হয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে যে অন্তত তিনজন কর্মকর্তা এ সংঘর্ষে আহত হয়েছেন।

প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা তীব্রভাবে হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে এই অস্থিরতা দেখা দিয়েছে। তার মেয়াদ শেষ হবে আগামী বছর। দেশজুড়ে বাড়তে থাকা চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ জনঅসন্তোষকে আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জনগণের আস্থা সরকার ও রক্ষণশীল-সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস— উভয়ের প্রতিই ব্যাপকভাবে কমে গেছে।

অসন্তোষ বাড়ার পেছনে আরেকটি কারণ হলো— এই সপ্তাহে কংগ্রেস একটি আইন পাস করেছে, যেখানে তরুণদের বেসরকারি পেনশন তহবিলে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ