গাজায় যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেন ট্রাম্প
বন্দি বিনিময়ের ঐতিহাসিক প্রক্রিয়া শেষে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের অবসান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৩ অক্টোবর) যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস জীবিত জিম্মিদের ইসরায়েলের কাছে হস্তান্তর করে এবং নিহত জিম্মিদের মরদেহ ফেরত দেয়। একই সঙ্গে ফিলিস্তিনি বহু বন্দিকেও ইসরায়েল মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
রেড ক্রস নিশ্চিত করেছে, গাজা থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হয়েছে। খবর ছড়িয়ে পড়লে তেল আবিবের ‘হোস্টেজ স্কোয়ারে’ হাজারো মানুষ উল্লাস, আলিঙ্গন ও অশ্রুসিক্ত আনন্দে ভেসে ওঠে।
অন্যদিকে, দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে বহনকারী বাসগুলো গাজায় পৌঁছালে স্বজনেরা কান্না ও উদযাপনের মধ্য দিয়ে তাদের স্বাগত জানান।
মধ্যপ্রাচ্য সফরকালে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, ‘আকাশ এখন শান্ত, অস্ত্র স্তব্ধ, সাইরেন আর বাজে না — অবশেষে পবিত্র ভূমিতে শান্তি নেমে এসেছে।’
তিনি আরও বলেন, এই ফলাফল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য ‘দীর্ঘ দুঃস্বপ্নের অবসান’ নির্দেশ করে।
নেসেটে ভাষণের পর তিনি মিশর ও ইউরোপীয় নেতাদের সঙ্গে শার্ম আল শেখে অনুষ্ঠিত ‘শান্তি সম্মেলনে’ যোগ দেন। সেখানে মিশর, কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে এক যৌথ ঘোষণায় গাজার শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে