Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে: জার্মান গবেষণা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দুই বছরের ইসরায়েলি হামলায় বাস্তবে মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি- এমন তথ্য উঠে এসেছে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায়। তাদের বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে নিহত মানুষের সংখ্যা এক লাখের ওপরে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট- এ প্রকাশিত এই গবেষণা সরকারি পরিসংখ্যানের বাইরে থাকা বিপুল সংখ্যক মৃত্যুর চিত্র তুলে ধরেছে। রস্টকের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ- এর গবেষকদের হিসাব অনুযায়ী, দুই বছরের যুদ্ধে গাজার ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন নিহত হয়েছে। গড়ে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ১ লাখ ১২ হাজার জনে।


গবেষণা প্রকল্পের সহনেতা ইরিনা চেন বলেন, 'ঠিক কত মানুষ মারা গেছেন তা কখনোই পুরোপুরি জানা যাবে না। আমরা কেবল বাস্তবতার কাছাকাছি একটি সম্ভাব্য হিসাব দেওয়ার চেষ্টা করেছি।'


গবেষকরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি পরিবারভিত্তিক স্বাধীন সমীক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদও বিশ্লেষণে যুক্ত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় দুই বছরে ৬৭ হাজার ১৭৩ জনের মৃত্যুর কথা জানালেও জাইট- এর প্রতিবেদনে বলা হয়, তাদের হিসাব সাধারণত রক্ষণশীল এবং কারসাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং অন্যান্য গবেষণায়ও দেখা গেছে, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অনেক মৃতদেহ বা হাসপাতাল অচল থাকায় যেসব মৃত্যু নিবন্ধিত হয়নি- সেগুলো সরকারি পরিসংখ্যানে ধরা পড়ে না।


গবেষণায় বয়স ও লিঙ্গভেদেও বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, নিহতদের মধ্যে প্রায় ২৭ শতাংশ ১৫ বছরের কম বয়সী শিশু এবং ২৪ শতাংশ নারী।

এ ছাড়া গাজাবাসীর জীবনযাত্রার প্রত্যাশিত আয়ু ভয়াবহভাবে কমে যাওয়ার তথ্যও উঠে এসেছে। যুদ্ধের আগে যেখানে নারীদের গড় আয়ু ছিল ৭৭ বছর এবং পুরুষদের ৭৪ বছর, সেখানে ২০২৪ সালে তা নেমে এসেছে যথাক্রমে ৪৬ বছর ও ৩৬ বছরে।


গবেষণা বলছে, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি গত দুই বছরে কতটা বিপজ্জনকভাবে বেড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ