Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় পালাচ্ছেন গাজা সিটিবাসী, এ পর্যন্ত নিহত ৬৩৪৫৯ জন

শ লাখ ফিলিস্তিনিকে তাড়িয়ে গাজা সিটি দখলে ইসরায়েলি বাহিনীর হামলা তীব্রতর হওয়ায় পালিয়ে যাচ্ছেন উত্তর গাজা ও আশেপাশের এলাকার বাসিন্দারা। গত ২৪ ঘন্টার হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে আরও ৮৮ জন নিহত ও ৪২১ জন আহত হয়েছেন আর ইসরায়েলের চাপিয়ে দেয়া দুর্ভিক্ষে মারা গেছেন আরও সাতজন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থল অভিযানে ট্যাঙ্কের গোলা ও গুলিবর্ষণ এবং অব্যাহত বিমান-ড্রোন হামলা চালিয়ে গাজা সিটির শেখ রাদওয়ানপাড়ার সবগুলো পরিবারকে পশ্চিম দিকে পালিয়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহারে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুত করছে তারা। এমনকি বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল শরণার্থী শিবিরের তাঁবুগুলোতেও ক্রমাগত আঘাত হানা হচ্ছে।

ইসরায়েলের সমন্বিত হামলাগুলো গাজা সিটি দখলে ২১ আগস্ট জায়তুনপাড়া থেকে শুরু ‘অপারেশন গিডিয়নের রথ ২’ অভিযানের অংশ। বৃহৎ আকারের এই অভিযান সাবরায় গিয়ে থামানোর পরিকল্পনা রয়েছে দখলদার দেশটির।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২২ মাসে ইসরায়েলি হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৫৯ জনে, আহত হয়েছেন অন্তত এক লাখ ৬০ হাজার ২৫৬ জন। অন্যদিকে জাতিসংঘ ঘোষিত পূর্ণমাত্রার দুর্ভিক্ষপীড়িত ছিটমহলটিতে অনাহারজনিত মৃত্যু ঘটেছে ৩৩৯ জনের, যাদের ১২৪ জনই শিশু।

তুর্কি গণমাধ্যম আনাদোলু জানায়, শনিবার (৩০ আগস্ট) সারাদিনে নিহতদের ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায়। বাকি ৩০ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রে মানবিক সহায়তা সংগ্রহে গিয়ে ইসরায়েলি সেনাদের এলাপাতাড়ি গুলিতে মারা গেছেন এবং আহত হয়েছেন ২০৬ জন। এ নিয়ে গত ২৭ মে ইসরায়েল ও মার্কিন-সমর্থিত জিএইচএফ প্রতিষ্ঠার পর থেকে নিহত সাহায্যপ্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৪৮ জনে, আহত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জনেরও বেশি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজায় এখনও প্রায় ৫০ জন বন্দী রয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। তাদেরকে উদ্ধারের কথা বলেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে গাজাজুড়ে।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজার ৩২৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৪৮ হাজার জন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ