Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে হেনস্তার প্রতিবাদ গৌরব ’৭১-এর

Press Release

প্রেস রিলিজ

বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রেখে পুলিশে সোপর্দের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে গৌরব ’৭১। ঘটনাটিকে তার ওপর ‘পরিকল্পিত মব আক্রমণ’ এবং ‘স্বাধীনতাবিরোধী, জামায়াত-শিবিরপন্থি মবচক্র’ এতে জড়িত বলেও অভিযোগ সংগঠনটির।

অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ আরও তিনটি দাবি জানিয়েছে গৌরব ’৭১। সেগুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা, বাকস্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অবিলম্বে পুনঃপ্রতিষ্ঠা এবং মবসন্ত্রাস ও রাজনৈতিক সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে গোলটেবিল আলোচনা সভায় অংশ নিতে আসা আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ রেখে পরে পুলিশে সোপর্দ করে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া একদল তরুণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভাটির আয়োজন করেছিল মঞ্চ ’৭১।

সাধারণ সম্পাদক এফ এম শাহীন স্বাক্ষরিত বিবৃতিতে গৌরব ’৭১ বলেছে, ‘এটি কেবল একজন মুক্তিযোদ্ধার ওপরই নয়, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপরও বর্বর আঘাত। মবসন্ত্রাস ও রাষ্ট্রীয় নিপীড়ন এখন দেশকে ভিন্ন মতাবলম্বীদের জন্য অনিরাপদ করে তোলা এবং বিরোধী কণ্ঠস্বর দমনের প্রধান হাতিয়ার।’

‘মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের অবরুদ্ধ করে হেনস্তা এবং মিথ্যা অভিযোগ সাজিয়ে অন্যায়ভাবে পুলিশের হাতে তুলে দেয়ার’ অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং স্বাধীনতাবিরোধী ও রাজাকারপন্থি শক্তির সামগ্রিক ষড়যন্ত্র এবং এটি বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’

গৌরব ’৭১-এর অভিযোগ, ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে হরণ করা হচ্ছে। সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতার কণ্ঠরোধে মবসন্ত্রাস ও পুলিশি দমননীতিকে নিয়মিত হাতিয়ার করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ধ্বংস করে রাজাকারচক্রকে পুনর্বাসনের চেষ্টা চলছে।’

বিবৃতিতে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সর্বস্তরে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে গৌরব ’৭১ বলেছে, ‘মুক্তিযোদ্ধাদের অপমান, বাকস্বাধীনতা কেড়ে ও গণতন্ত্র ধ্বংস করে দেশবিরোধী অশুভ শক্তি বাংলার মাটিতে কোনোদিনও স্থান পাবে না।’





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ