ঢাকার বিভিন্ন এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
গ্যাস পাইপলাইনের একটি অংশ উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি পুনর্বাসন কাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২ জানুয়ারি) টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস জানায়, মানিকদিয়া এলাকায় ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী গ্যাস পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ গ্রহণ করা হয়েছে। এর ফলে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করবে।
এই সময় ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার ব্যাহত হতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, জরুরি এ পুনর্বাসন কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে