Views Bangladesh Logo

ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর ওয়ারী থানাধীন পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রেস্টুরেন্টটির তৃতীয় তলার রান্নাঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন—রেস্টুরেন্টের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ইউসুফ শেখ জানান, রান্নাঘরে হঠাৎ বিস্ফোরণ হলে সেখানে থাকা কয়েকজন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানান, কামরুল ও জসিম নামে দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ