কুড়িলে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রাজধানীর বাড্ডার কুড়িল এলাকায় বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তারা কুড়িল ফ্লাইওভার সংলগ্ন সড়কে অবস্থান নিলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তৈরি হয় তীব্র যানজট, যার প্রভাব পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, ইউরোজোন ফ্যাশনের প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। একই দাবিতে বিমানবন্দর সড়কের ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের দুই দিকেও প্রায় ২০০ শ্রমিক রাস্তায় অবস্থান নিয়েছেন।
এডিসি জিয়াউর রহমান আরও জানান, এর আগেও ইউরোজোন ফ্যাশনের শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তখন মালিকপক্ষ তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা আবারও রাস্তায় নেমেছেন।
শ্রমিকদের এই সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অফিস ফেরত মানুষ এবং জরুরি সেবায় নিয়োজিতরাও দীর্ঘ সময় যানজটে আটকা পড়েন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে