এক মাস পূর্ণ হওয়ার আগেই ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় এবং মন্ত্রিসভা ঘোষণার এক দিন পরই পদত্যাগ করেছেন। সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
লেকর্নুর মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী ব্রুনো ল্য মায়েরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেয়ার বিষয়টি সবাইকে অবাক করে। এছাড়া, পূর্ববর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে কোনো পরিবর্তন না হওয়ায় অনেকেই অসন্তুষ্ট হন। ব্রুনো রেতাইলো স্বরাষ্ট্রমন্ত্রী, জ্যাঁ-নোয়েল বারো পররাষ্ট্রমন্ত্রী এবং জেরাল্ড দারমানিন বিচারমন্ত্রী হিসেবেই বহাল ছিলেন।
জাতীয় পরিষদে রাজনৈতিক বিভাজন কমাতে লেকর্নু সংকেত দিয়েছিলেন যে তিনি সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ভোট ছাড়াই বাজেট পাস করবেন না। বরং তিনি বাম ও ডান উভয় পক্ষের সংসদ সদস্যদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করবেন। তবে তার আকস্মিক পদত্যাগে ম্যাখোঁ সরকারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে প্রশাসন এমন একজন উত্তরসূরি খুঁজছে, যিনি এই রাজনৈতিক বিভাজন সামাল দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করতে পারবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে