Views Bangladesh Logo

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাদণ্ড

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তা নিজের নির্বাচনি প্রচারণায় ব্যয় করার অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি ফৌজদারি আদালত।

রয়টার্সের খবর অনুযায়ী, আদালত সারকোজিকে ‘অপরাধমূলক ষড়যন্ত্রে’ দোষী সাব্যস্ত করেছেন। আদালতের রায়ে বলা হয়, এই অপরাধগুলো সারকোজির স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ের।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বিপুল অর্থ ব্যয়ের জন্য তিনি গোপনে তহবিল সংগ্রহে লিবিয়ার তৎকালীন নেতা গাদ্দাফির সঙ্গে চুক্তিতে যান। এই চুক্তির আওতায় কয়েক মিলিয়ন পাউন্ড ঘুষ হিসেবে পেয়েছিলেন সারকোজির সহযোগীরা।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন সারকোজি।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ সারকোজি বলেন, “আদালত যদি চায় আমি কারাগারে ঘুমাই, তবে আমি ঘুমাব; কিন্তু আমি মাথা উঁচু করেই যাব।”

যদি এই আপিল ব্যর্থ হয়, তবে সারকোজিই হবেন ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কারাভোগ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ