গ্রিনল্যান্ডে শিগগিরই আরও সেনা পাঠাবে ফ্রান্স
ফ্রান্স শিগগিরই গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্সের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নতুন বছরের শুরুতে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, গ্রিনল্যান্ডে ফরাসি সেনাদের একটি প্রাথমিক দল ইতোমধ্যেই অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে ওই বাহিনীকে স্থল, আকাশ ও নৌ-সম্পদ যুক্ত করে আরও শক্তিশালী করা হবে। তিনি জানান, ইউরোপীয় যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবেই এসব বাহিনী গ্রিনল্যান্ডে মোতায়েন করা হচ্ছে।
এদিকে আর্কটিক অঞ্চলে কৌশলগত গুরুত্ব বাড়তে থাকায় ডেনমার্কও গ্রিনল্যান্ডে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে। ডেনিশ গণমাধ্যম ডিআর জানায়, একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট ইতোমধ্যে দ্বীপটিতে পাঠানো হয়েছে। সম্ভাব্য বৃহত্তর ডেনিশ ও মিত্র বাহিনীর আগমনকে সামনে রেখে এই ইউনিট লজিস্টিক সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, ইউনিটটির দায়িত্বের মধ্যে রয়েছে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং সামরিক স্থাপনাগুলোকে যুদ্ধোপযোগী করে তোলা।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। তার মতে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এলে ন্যাটো আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে। তিনি বলেন, ‘গোল্ডেন ডোম’ নামে প্রস্তাবিত একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও গ্রিনল্যান্ডের গুরুত্ব অত্যন্ত বেশি।
ট্রাম্পের অভিযোগ, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং দ্বীপটি সুরক্ষার পর্যাপ্ত সক্ষমতা ডেনমার্কের নেই। এমন পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, প্রায় ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় একযোগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের ছয়টি প্রভাবশালী দেশ। দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে