Views Bangladesh Logo

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স

লমান গাজা যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধানে সমর্থন জোগাতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে শুরু হওয়া উচ্চপর্যায়ের বৈঠকের শুরুতেই এই ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও আরও কয়েকটি দেশ একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

মাখোঁর এই ঘোষণা উপস্থিত ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছ থেকে ব্যাপক করতালি লাভ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হলে এই ঘোষণা দেয়ার সময় ফিলিস্তিনি প্রতিনিধিদলের সদস্যরা এবং তাদের জাতিসংঘ রাষ্ট্রদূত রিয়াদ মনসুরকে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার দেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে আমি ঘোষণা করছি যে, আজ ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।’

ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং মোনাকোও। এর একদিন আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালও। তবে জার্মানি, ইতালি এবং জাপান এই সম্মেলনে অংশগ্রহণ করলেও তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

এদিকে গাজা যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে এই কূটনৈতিক বৈঠক ও রাষ্ট্রীয় স্বীকৃতির সম্প্রসারণের কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে এবং দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে চলেছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ