ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে বিল পাস
ফ্রান্সের জাতীয় পরিষদে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পাস হয়েছে। বিলটি পাস হয়েছে ১১৬–২৩ ভোটে, যা পরে সিনেটে পাস হলে আইনে পরিণত হবে।
বিলের উদ্দেশ্য হলো অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে শিশুদের সুরক্ষা দেওয়া। এর মধ্যে হাই স্কুলে মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিকর সোশ্যাল নেটওয়ার্কগুলোর তালিকা তৈরি করবে এবং ১৫ বছরের কম বয়সীরা সেগুলো ব্যবহার করতে পারবে না। অপেক্ষাকৃত কম ক্ষতিকর সাইট ব্যবহারের ক্ষেত্রে বাবা-মায়ের স্পষ্ট অনুমোদন প্রয়োজন হবে।
প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই সিদ্ধান্তকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই এটি কার্যকর করা যায়।
বিলটির উদ্যোক্তা এমপি লর মিলার বলেছেন, ‘সোশ্যাল নেটওয়ার্কগুলো নিরীহ নয়। তারা মানুষকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু অনেক সময় মানুষকে দূরে ঠেলে দিয়েছে, তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে এবং বিনোদনের আড়ালে নিয়ন্ত্রণ করেছে।’
ফ্রান্সে এটি কার্যকর হলে দেশটিতে বয়স যাচাইয়ের পদ্ধতি চালু করতে হবে। ইউরোপের অন্যান্য দেশ যেমন ডেনমার্ক, গ্রিস, স্পেন ও আয়ারল্যান্ডও শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপের দিক ভাবছে।
সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদক্ষেপটি নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে