Views Bangladesh Logo

মণিপুরে বিদ্রোহী গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ৪

ভারতের উত্তরের রাজ্য মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ একটি গাড়ির ভেতরে এবং একজন নারীর মরদেহ আলাদা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) এর উপপ্রধান থেনখোথাং হাওকিপ ওরফে থাহপি (৪৮) রয়েছেন। তিনি কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের (কেএনও) অন্যতম নেতা।

ঘটনার পরপরই আততায়ীদের ধরতে দক্ষিণ মণিপুরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের ধারণা কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, কেএনও ২০০৭-০৮ সালে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতির চুক্তি করে। তবে প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউ-কেএনএ) সেই চুক্তির বাইরে রয়ে গেছে এবং কেএনও-কে সহযোগিতার অভিযোগে সরকারের বিরুদ্ধেও তাদের ক্ষোভ রয়েছে। ইউ-কেএনএ অভিযোগ করে আসছে, কেএনও সরকারকে সঙ্গে নিয়ে তাদের দমন করছে এবং অনেক সময় হত্যা পর্যন্ত করা হচ্ছে।

মণিপুরে দীর্ঘদিন ধরে মেইতেই ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতা চললেও, পুলিশ বলছে, এবারের ঘটনা মূলত বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজস্ব বিরোধের ফল। ঘটনাটি নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ