Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্তে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নেভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের ইউপিএস ওয়ার্ল্ডপোর্ট থেকে হনোলুলুর উদ্দেশে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এপি জানায়, ভিডিওতে দেখা যায়, বিমানটি সামান্য উঁচুতে ওঠার পরই মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়। বিমানের বাম ডানায় আগুন ধরে যায় এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভিডিওতে রানওয়ের শেষে একটি ভবনের ক্ষতিগ্রস্ত ছাদও দেখা যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জনাথন বিবেন জানান, কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বশিয়ার জানান, ১৯৯১ সালে তৈরি ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের এই বিমানে থাকা তিনজন ক্রুর অবস্থা এখনও জানা যায়নি।

লুইসভিলেই ইউপিএসের সবচেয়ে বড় পার্সেল হ্যান্ডলিং সুবিধা রয়েছে। সেখানে হাজার হাজার কর্মী কাজ করেন। প্রতিদিন ৩০০ ফ্লাইট পরিচালিত হয় এবং ঘণ্টায় চার লাখের বেশি পার্সেল বাছাই করা হয়।

এক বিবৃতিতে ইউপিএস দুর্ঘটনার কথা স্বীকার করে জানায়, তদন্তের দায়িত্ব নেবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুধবার সকাল পর্যন্ত চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ