Views Bangladesh Logo

মারা গেছেন সিপিবির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শহীদুল্লাহ চৌধুরী বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন প্রখ্যাত নেতা ছিলেন, যিনি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সিপিবির ইতিহাসে শহীদুল্লাহ চৌধুরী ১৯৯৩ সালে অনুষ্ঠিত বিশেষ জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। ওই সম্মেলনে মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শহীদুল্লাহ চৌধুরী ১৯৯৯ সাল পর্যন্ত সিপিবির সভাপতির দায়িত্বে ছিলেন।

১৯৬৪ সালে লতিফ বাওয়ানি জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর তিনি বিভিন্ন গণ-আন্দোলনে নেতৃত্ব দেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ