ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড
অভ্যুত্থান ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজনের মতামতের ভিত্তিতে এই রায় ঘোষণা করা হয়। অবশ্য তাকে খালাস দেওয়ার পক্ষে রায় দেন একজন বিচারপতি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন বলসোনারো। নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ এনে তিনি একটি অভ্যুত্থান ষড়যন্ত্রের নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে।
প্রতিবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছিল, যার সব কটিতেই তিনি দোষী সাব্যস্ত হন। অভিযোগগুলো হলো: সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের চেষ্টা, অভ্যুত্থানের ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ধ্বংস এবং সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থানে ক্ষতিসাধন।
২০২৩ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লুলা দা সিলভা। তবে এর এক সপ্তাহ পর ৮ জানুয়ারি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় তাণ্ডব চালায় বলসোনারোর হাজারো সমর্থক। তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করে। পরে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে প্রায় ১,৫০০ জনকে গ্রেপ্তার করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে