মাচাদোকে ভেনেজুয়েলা থেকে ‘গোপনে’ সরিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে গোপনে দেশ থেকে সরিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন উদ্ধারকারী দল ‘গ্রে বুল’। এই ভিডিও প্রকাশের ফলে কারাকাসে চালানো প্রাণঘাতী মার্কিন অভিযানের পর মাচাদোর ‘নাটকীয়’ পলায়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষের দাবি, ওই অভিযানে অন্তত ৮৩ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
‘গ্রে বুল’ নামের উদ্ধারকারী দলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তাল সমুদ্রে একটি ছোট নৌকা থেকে একটি দ্রুতগতির নৌযানে মাচাদোকে তুলে নেওয়া হচ্ছে। ভিডিওতে মাচাদোকে বলতে শোনা যায়, তিনি ‘জীবিত এবং নিরাপদ আছেন।’ দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর এটিই তার জীবিত থাকার প্রথম দৃশ্যমান প্রমাণ।
গ্রে বুলের প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন জানান, ভেনেজুয়েলার উপকূল ছেড়ে নৌকাযোগে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পর সেখানে মাচাদোকে উদ্ধার করা হয়।
প্রায় এক বছর ধরে আত্মগোপনে থাকার পর মাচাদো গত মাসে নীরবে দেশ ছাড়েন এবং নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন বলে সিএনএন জানিয়েছে।
এই ভিডিও প্রকাশের সময় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দাবি করেন, ৩ জানুয়ারি চালানো এক মার্কিন অভিযানে ৪৭ জন ভেনেজুয়েলার সেনা ও ৩২ জন কিউবান নিরাপত্তা সদস্য নিহত হন। তার অভিযোগ, ওই অভিযানে মার্কিন বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে প্রেসিডেন্সিয়াল কমপাউন্ড থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় ১১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়।
ভিডিওটি প্রকাশের পর কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কিউবান নিরাপত্তা সদস্যদের মৃত্যুর প্রতিবাদে হাভানায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এই অভিযানকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানান।
ওয়াশিংটন এখনো ভিডিওটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামগ্রিক অভিযানটির পক্ষে সাফাই গেয়ে ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ে নিজের দাবি পুনর্ব্যক্ত করেন এবং কিউবাকে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার হুঁশিয়ারি দেন।
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সম্প্রতি রদ্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করা সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ বলেন, ভেনেজুয়েলায় শত্রুতাপূর্ণ শক্তির উপস্থিতি আর সহ্য করবে না যুক্তরাষ্ট্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে