Views Bangladesh Logo

চীনে বন্যা-ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ ৩৩

চীনের দক্ষিণাঞ্চলের গানসু ও গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণ, হড়পা বান ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুই প্রদেশে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে গানসুর ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া এবং বাইয়িন জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ইউঝৌং জেলার জিংলং পার্বত্য অঞ্চলের চারটি গ্রাম থেকে চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধস ও বন্যায় অনেক সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

গুয়াংডং প্রদেশে একটি গ্রামে বড় ধরনের ভূমিধসের ঘটনায় কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত ৩৩ জনের সন্ধান মেলেনি বলে জানিয়েছে উদ্ধারকারী বাহিনী। এ ঘটনায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।

চীনে জুনের মাঝামাঝি থেকে বর্ষাজনিত নানা দুর্যোগ দেখা দিচ্ছে। গত সপ্তাহেই রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণ ও হড়পা বানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ