Views Bangladesh Logo

নেপাল-চীন মৈত্রী সেতু ভেঙে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১৯

নেপালের রাসুয়াগাড়িতে চীনের সঙ্গে সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ বা মৈত্রী সেতু ভয়াবহ বন্যায় ভেঙে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।

রাসুয়া জেলা প্রশাসন জানায়, মঙ্গলবার ভোরে পাহাড়ি ভোটেকোশি নদীর পানি হঠাৎ বেড়ে গেলে ভয়াবহ বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে ভেঙে পড়ে নেপাল-চীন সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সেতুটি। এতে আশপাশের কয়েকটি বাড়ি এবং শুল্ক পরীক্ষা-পূর্ববর্তী অবস্থানে থাকা অনেক ট্রাক বন্যার পানিতে ভেসে যায়। চীন থেকে আমদানি করা শত শত বৈদ্যুতিক যানবাহনও পানিতে তলিয়ে গেছে।

এখন পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন চারজন ভারতীয় ও একজন চীনা নাগরিক। নিখোঁজ ১৯ জনের মধ্যে ১৩ জন নেপালি ও ৬ জন চীনা নাগরিক।

চীনা দূতাবাস জানিয়েছে, নিহত চীনা ও আটজন নেপালি একটি চীন-সমর্থিত নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ ওলি শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে দুর্গত এলাকা পরিদর্শনে যান। এর আগে মঙ্গলবার রাতেই তিনি জরুরি বৈঠক করে নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোকে উদ্ধার কাজে নামার নির্দেশ দেন।

বন্যায় মৈত্রী সেতু ভেঙে যাওয়ায় চীন-নেপালের মধ্যে এই রুটে সবধরনের বাণিজ্যিক চলাচল বন্ধ হয়ে গেছে। এখন বিকল্প রুট হিসেবে ভারতের মধ্য দিয়ে বাণিজ্য পরিচালনার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, নেপালে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলে, এবং এই সময়ে নিয়মিতভাবেই ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানিও ঘটে। চলতি বছরের বন্যা পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ