Views Bangladesh Logo

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, খাইবার পাখতুনখাওয়ায় নিহত ৩০৭

পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস ও টানা বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। নিহতদের মধ্যে রয়েছেন ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বুনের জেলায়। এখানে ১৮৪ জনের মৃত্যু হয়। এছাড়া বাজাউর, টরগার, মানসেরা, শাংলা ও আরও কয়েকটি এলাকায়ও বৃষ্টিজনিত বিপর্যয় নেমে এসেছে। প্রাদেশিক সরকার বুনের, স্বাতসহ একাধিক জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি আংশিকভাবে এবং ১১টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পিডিএমএর তথ্যমতে, ক্ষতিগ্রস্ত জেলার জন্য ৫০০ মিলিয়ন রুপি বরাদ্দ দেয়া হয়েছে।

এ অবস্থায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নয়টি জেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন প্রায় ২ হাজার উদ্ধারকর্মী। বেশিরভাগ সড়ক বন্ধ থাকায় তারা পায়ে হেঁটে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের সরানোর চেষ্টা করছেন। তবে স্থানান্তরে অনেকে রাজি নন, কারণ প্রিয়জনরা ধ্বংসাবশেষে আটকে রয়েছেন।

এ বিষয়ে প্রদেশটির তথ্য উপদেষ্টা ব্যারিস্টার সাইফ জানান, প্রদেশের ১১টি জেলা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ হাজার ৮১৭ জন মানুষ বন্যাকবলিত এবং এখনো ৩২ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৫৪৫ জন উদ্ধারকর্মী এবং ৯০টি যানবাহন ও নৌকা অংশ নিচ্ছে।

জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষকে দ্রুত ত্রাণ পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইতোমধ্যে দুর্গতদের জন্য ৬০০ টনের বেশি খাদ্য সরবরাহ করেছে সেনাবাহিনী এবং তারা ক্ষতিগ্রস্ত এলাকায় সেতু মেরামত ও অস্থায়ী সেতু স্থাপনের নির্দেশ দিয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার বাইরেও বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজাদ কাশ্মীরে ১১ জন নিহত এবং ৪১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত-এর মধ্যে ১০৪টি সম্পূর্ণ ধ্বংস। এছাড়া গিলগিট বালতিস্তানে ১২ জন প্রাণ হারিয়েছেন।

পিডিএমএ সতর্ক করে দিয়ে বলেছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ