মরক্কোতে আকস্মিক বন্যায় নিহত ২১

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হলেও তাঁদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। খবর এএফপির।
গতকাল রোববার রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফি প্রদেশে এ দুর্যোগ ঘটে। বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে প্রদেশের প্রধান ও পর্যটননগরী সাফি শহরে। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭০টি বাড়ি ও দোকানপাট আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানান, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হলেও দুপুরের দিকে তা হঠাৎ করে প্রবল বর্ষণে রূপ নেয়। এক ঘণ্টার কিছু বেশি সময় স্থায়ী এই বর্ষণেই ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটে।
প্রবল বৃষ্টিপাত ও বন্যার পানিতে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে কার্যত স্থবির হয়ে পড়ে। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।
উল্লেখ্য, মরুপ্রধান আবহাওয়ার দেশ মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে আকস্মিক এই ভয়াবহ বন্যা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে একটি কালো দিন হয়ে থাকবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে