Views Bangladesh Logo

কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এর সবচেয়ে ওপরের তলায় আগুন লেগেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় শনিবার সকালে ভবনটির ওপরের তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আসারি ওমর আগুন লাগার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন।

এই আগুনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বহুতল ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

পেট্রোনাস টাওয়ার ৩–টি ৬০ তলা বিশিষ্ট। স্থানীয়ভাবে এটি ‘মেনারা কারিগালি’ নামে পরিচিত। আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের নিকটবর্তী এই ভবনটি কুয়ালালামপুরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ