কেরানীগঞ্জের বাবুবাজারে ভবনে আগুন, ৪২ জন উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, বাবুবাজারের ‘জমেলা টাওয়ার’ নামের একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট ১২টি করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, এ পর্যন্ত ভবনের ভেতর থেকে ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে