রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে আগুন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন দেখা যায়। কেন্দ্রের মাত্র ৩০০ গজ দূরেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এরপর পর্যায়ক্রমে রূপপুর মডার্ন, গ্রিন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী ফায়ার স্টেশনসহ মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তাদের প্রচেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে