নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবনের ১৫ বছর চলে গেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবনের ১৫ বছর কেটে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের জন্য সঠিক মানুষকে বেছে নেওয়া সম্ভব হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদদের নিয়ে সমাজে নানা সমালোচনা রয়েছে। অনেকেই রাজনীতিবিদদের ‘চোর’ বলেও আখ্যা দেন। তবে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আল্লাহর নির্দেশ মেনে সব ধরনের অসৎ কাজ থেকে নিজেকে দূরে রেখেছেন। এই সততাই তাকে ভেতর থেকে সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে।
বিএনপি মহাসচিব জানান, সৎভাবে রাজনীতি করার কারণেই তিনি নিজের কাছেও পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার। এ সময় তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
সভায় তিনি আশ্বাস দেন, নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে