দিল্লিতে জ্বলন্ত ভবন থেকে লাফিয়ে বাবা ও দুই সন্তানের মৃত্যু
ভারতের রাজধানী নয়াদিল্লির দ্বারকায় আগুন লাগা আবাসিক ভবনের সপ্তমতলা থেকে লাফিয়ে পড়ে বাবা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
আগুনের জ্বলন্ত শিখা থেকে বাঁচতে ৩৫ বছর বয়সী ফ্লেক্স বোর্ডের ব্যবসায়ী যশ যাদব তার দশ বছর বয়সী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ব্যালকনি থেকে লাফ দিয়েছিলেন।
হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন)। স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে দ্বারকা সেক্টর-১৩-এর এমআরভি স্কুলের পাশের ‘শপথ সোসাইটি’ ভবনের অষ্টম বা নবমতলার ফ্ল্যাটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও একটি স্কাইলিফট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আগুন দ্রুত পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। আগুন থেকে বাঁচতে সপ্তমতলায় নিজেদের ফ্ল্যাটের ব্যালকনিতে আশ্রয় নিয়েছিলেন যশ যাদব, তার স্ত্রী ও তিন সন্তান। আগুন সেখানে পৌঁছানোর পর মরিয়া হয়ে দুই সন্তানকে নিয়ে লাফিয়ে পড়েন যশ যাদব। নিচে পড়ে যাওয়ার পর পরই স্থানীয় আকাশ হাসপাতাল নেয়া হলে শিশুদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা যশ যাদবও।
আগুন থেকে বেঁচে গেলেও আহত হয়েছেন যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে। আশঙ্কাজনক অবস্থায় দিল্লির আইজিআই হাসপাতালে চিকিৎসাধীন তারা।
ফায়ার সার্ভিস জানায়, আতঙ্কিত বাসিন্দাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। তারপরও তাদের ধারণা, ভবনের ভেতরে আরও দুই থেকে তিনজন আটকা পড়ে থাকতে পারেন। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
উদ্ধারকাজ অব্যাহত থাকায় পুলিশ ও দমকলকর্মীসহ জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে রয়েছে। ভবনটির গঠনগত স্থায়িত্ব যাচাইয়ের মাধ্যমে ঘটনাটির তদন্ত শুরু করেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) এবং মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি (এমসিডি)।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে