Views Bangladesh Logo

আসন্ন নির্বাচনে পরাজিত ‘ফ্যাসিবাদী শক্তি’ মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ‘ফ্যাসিবাদী শক্তি’ এবং তাদের নেতাকর্মী ও সমর্থকদের মোকাবিলা করাই আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন আইজিপি।

এ সময় নির্বাচনের ক্ষেত্রে কোন পক্ষকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসাটাই ছিল এক বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে। আমাদের বিশ্বাস, তা অর্জন করতে পারব।

তিনি আরও বলেন, আমি কোনো শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারব না। যারা পরাজিত, ফ্যাসিস্ট তারাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মোহাম্মদপুরে শীর্ষ অপরাধী ও কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণে রাখতে না পারার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে আইজিপি পুলিশের সক্ষমতা নিয়ে সন্দেহ উড়িয়ে দেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিশ্চিত করার সক্ষমতা আমাদের অবশ্যই আছে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনাদেরও থাকা উচিত না। মোহাম্মদপুরে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। এখানে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী আছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে মোহাম্মদপুরের আদাবরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি।’

পুলিশের লুট হওয়া অস্ত্রের বিষয়ে আইজিপি স্বীকার করেন যে, এখনো ১ হাজার ৩৫০টি অস্ত্র উদ্ধার হয়নি। অস্ত্রগুলো উদ্ধারের জন্য নিয়মিত অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ