Views Bangladesh Logo

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চান ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি এ ঘটনাকে ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত হত্যা’ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সোমবার (১২ জানুয়ারি) রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য ডাবলুকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালান, যার ফলে তার মৃত্যু হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের বিচারবহির্ভূত ঘটনা দেশের জন্য কখনোই শুভ নয়। শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের বিচার অবশ্যই আদালতের মাধ্যমে হতে হবে—এটাই জনগণের প্রত্যাশা। অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা কোনোভাবেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

এ ধরনের ঘটনার বিষয়ে সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ কামনা করে মির্জা ফখরুল বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ