যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণ বাংলাদেশ সরকারের জন্য জয়: ড্যানিলোভিচ
বাংলাদেশি পণ্যের ওপর ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্কহার নির্ধারণকে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার একটি জয় হিসেবে দেখছেন বাংলাদেশে সাবেক মার্কিন উপরাষ্ট্রদূত জন এফ. ড্যানিলোভিচ। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ওই পোস্টে তিনি লেখেন, শুল্ক কমিয়ে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে গত চার মাস ধরে আলোচনার মধ্যে এর প্রধান আলোচক ড. খলিলুর রহমান বিভিন্ন দিক থেকে নানা আক্রমণের মুখোমুখি হয়েছেন।
তিনি বলেন, এখন যেহেতু এই আলোচনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ইতিবাচক ফলাফল বয়ে এনেছে, আমি আশা করি সমালোচকরা তাদের ভুল স্বীকার করবে।
জন এফ ড্যানিলোভি লেখন, জুলাই সনদের অগ্রগতি, নির্বাচনের তারিখ ঘোষণা এবং শুল্কের বিষয়ে ইতিবাচক খবরের সঙ্গে যারা বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেন তাদের জন্য এটি একটি ভালো সপ্তাহ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে