Views Bangladesh Logo

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের সাজা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, থাকসিনের আগের আট বছরের কারাদণ্ড থাই রাজা কমিয়ে এক বছর করেছিলেন; কিন্তু তিনি সেই সাজার মাত্র কয়েক ঘণ্টা কারাগারে কাটিয়েছিলেন।

২০০৬ সালের একটি দুর্নীতি মামলায় থাকসিনকে আট বছরের সাজা দেয়া হয়েছিল। সাজার কয়েক ঘণ্টা পর তিনি হার্টের সমস্যার কথা বলে ব্যাংককের একটি বিলাসবহুল হাসপাতালের ওয়ার্ডে স্থানান্তরিত হন।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আদালতের রায়ে বলা হয়েছে, থাকসিনের শারীরিক অবস্থা গুরুতর হলেও তার হাসপাতালে থাকার প্রয়োজন ছিল না, বরং কারাগারেই তার চিকিৎসা সম্ভব ছিল। আদালত মনে করে, ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য আইন প্রায়শই আলাদা হয়, এবং থাকসিনের মামলা তার একটি উদাহরণ।

রায় ঘোষণার সময় থাকসিন তার মেয়ে পায়েতংতার্নকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন। তার মেয়ে বলেন, থাকসিনের পরিবার মানসিকভাবে দৃঢ় এবং তারা পিউ থাই পার্টিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকসিন জানান, তিনি শারীরিকভাবে বন্দি থাকলেও দেশের কল্যাণের কথা সবসময় ভাববেন।

উল্লেখ্য, ২০০১ সালে থাকসিন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের পর তিনি নির্বাসনে চলে যান এবং বেশিরভাগ সময় দুবাইয়ে ছিলেন। তার বোন ও মেয়েও পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ