Views Bangladesh Logo

শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

রকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিএনপির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

গত রোববার ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শওকত মাহমুদকে আটক করে। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই একই মামলায় পরদিন শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সেদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। নির্ধারিত শুনানির পর বৃহস্পতিবার আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ