Views Bangladesh Logo

প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের জরুরী: মনজিল মোরশেদ

প্রবাসীদের মত বিনিময় সভায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা কথা বলেছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।


গত ১৭ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে অবস্থিত ‌‘আমার বাংলা’ হলে প্রবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির প্রেসিডেন্ট হেলাল হোসেন জাহিদ। সভা পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচআরপিবি’র সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী।

প্রবাসীদের দেশে বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে সভার মনজিল মোরশেদ বলেন, ‘বাংলাদেশের আইনগত জটিলতা ও দীর্ঘসূত্রিতা কারণে প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রবাসীরা দেশে বিনিয়োগ করেন। সেখানে তাদের অনেক সম্পত্তি আছে। কিন্তু এসব সুরক্ষিত রাখতে প্রবাসীরা হয়রানির শিকার হন। তারা স্বল্প সময়ের মধ্যে আইনি প্রতিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। নিজ দেশে প্রবাসীদের অধিকার নিশ্চিত না হলে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য দ্রুত প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।’

সভার সভাপতি বক্তব্য রাখেন হেলাল হোসেন জাহিদ বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে তা করা হচ্ছে না।’ তিনি সকল প্রবাসীদের প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘প্রবাসীরা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরে। এছাড়া বিদেশ থেকে তারা ভোট দিতে চান।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ফ্রান্স বিএনপির নেতা হবিগঞ্জের শাহজাহান খান, নরসিংদী জেলা সভাপতি আদম খান, ঢাকা বিভাগীয় সমিতির নেতা আসাদুজ্জামান সুমন, বরিশাল কমিউনিটি ফ্রান্স সমিতির সহসভাপতি আমিনুর রহমান ফারুক প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ