নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে এ আদেশ দেওয়া হয়।
শুনানি হওয়া মামলাগুলো হলো—নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলার অভিযোগ এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলা।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দুই মামলার এজাহারে সেলিনা হায়াত আইভীর নাম নেই। তবুও আদালত তাকে জামিন দেননি। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনকে জামিন দিয়েছেন আদালত। তার দাবি, একই মামলায় অন্যরা জামিন পেলেও আইভীকে না দেওয়ায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে। এ কারণে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আইনজীবী আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে আরও পাঁচ মামলায় তাকে আসামি করা হয়েছে—যেগুলোর কোনোটিতেই তার নাম নেই।
ইয়াসিন হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ আছে—শামীম ওসমান ও অয়ন ওসমান ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে ইয়াসিনকে হত্যা করেছেন। অপর মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হলেও ঘটনার সময় আইভী পুলিশের হেফাজতে ছিলেন। তার প্রশ্ন—পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কীভাবে তিনি পুলিশের ওপর হামলা করতে পারেন? ওই মামলার এজাহারেও তার নাম নেই। তারপরও ‘পুলিশকে বাধা দেওয়ার’ অভিযোগে মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে