Views Bangladesh Logo

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৯ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে ২৭ মে মামলাটিতে দুই দিনের রিমান্ড শেষে আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ