Views Bangladesh Logo

কারাবন্দি অবস্থায় মিরপুরের সাবেক ওয়ার্ড কমিশনার মুরাদ হোসেনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

মিরপুরের সাবেক ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন (৬৫) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কারা সূত্র জানায়, মুরাদ হোসেন অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী মেহেদী হাসানসহ অন্যরা তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।


পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মুরাদ হোসেনের বাবার নাম আমজাদ হোসেন সিকদার। তিনি মিরপুরের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও একই ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ছিলেন।


কারা সূত্র আরও জানায়, তিনি তিনটি বিচারাধীন হত্যা মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ