Views Bangladesh Logo

পাঁচদিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

জুলাই গণআন্দোলনে রাজধানীর শাহবাগ থানার পাট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক। রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অন্যদিকে জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুরের আরজি জানান আসামিপক্ষের আইনজীবী আফতাব আহমেদ।

শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের আদালত।

মামলাটির অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট শাহবাগে সংঘর্ষ চলাকালে মনিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের মার্চ মাসে ৩৫১ জনের নাম উল্লেখ ও ৫০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম মামলাটির ৭ নম্বর আসামি।

গত বছরের ১৮ নভেম্বর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কয়েকটি হত্যা মামলায় একাধিকবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ