Views Bangladesh Logo

নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি সুশীলা কার্কি

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজি হয়েছেন। এতে জেন-জি ও মধেসি গোষ্ঠীর আন্দোলনের দাবির প্রতি সমর্থন মিলল। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ।

মেয়র শাহ নিজেও অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী ছিলেন। তবে তিনি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

সুশীলা কার্কি এক বিবৃতিতে জানান, তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রস্তুত। এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ৫ হাজারের বেশি তরুণ অংশ নেন। যদিও জেন-জি ও মধেসি সম্প্রদায়ের কিছু অংশ তার নিয়োগে আপত্তি জানাচ্ছে।

এদিকে দুই দিনের সহিংসতায় অন্তত ৩০ জন নিহত ও এক হাজারের বেশি আহত হয়েছেন। ২৫ জেলার কারাগার থেকে ১৫ হাজারের বেশি কয়েদি পালিয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে শতাধিক পালানো কয়েদি আটক এবং ৭০টির বেশি অস্ত্র উদ্ধার করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ