সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পেছালো
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছানো হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী অক্টোবরে শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
খায়রুল হকের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে। এর আগে ১১ আগস্ট শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যার পরে আদালত শুনানির জন্য ১৭ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন।
গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। রাতে তাকে কারাগারে পাঠানো হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বেআইনি রায় ও জাল রায় তৈরির অভিযোগে করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। একই ধরনের অভিযোগে শাহবাগ থানার আরেক মামলায় তার সাত দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে