অভ্যুত্থানের পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে ২৭ বছরের কারাদণ্ড
ব্রাজিলের সর্বোচ্চ আদালত প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে গত নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে।
মামলার চূড়ান্ত রায় মঙ্গলবার (২৫ নভেম্বর) জাস্টিস আলেকজান্দ্রে দে মোরায়েস প্রদান করেন, যা কোনো আপিলের সুযোগ ছাড়াই চূড়ান্ত।
বলসোনারো ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জানানো এবং ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করার অভিযোগে। ৭০ বছর বয়সী বোলসোনারো তার কারাদণ্ড ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশের হেফাজতে শুরু করবেন, যেখানে তিনি শনিবার থেকে আটক ছিলেন।
রায়ে বলা হয়েছে, বলসোনারো ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কমপ্লেক্সেই থাকবেন। তাকে সর্বোচ্চ নিরাপত্তার জেল বা সামরিক কারাগারে স্থানান্তরের অনুরোধ বাতিল করা হয়েছে।
বলসোনারোর আইনজীবীরা গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের আবেদন করেছিলেন। তবে তা নাকচ করে দেন বিচারপতি মোরায়েস। কারণ হিসেবে তিনি অ্যাঙ্কেল ব্রেসলেট ভাঙার চেষ্টার কথা উল্লেখ করেন। বিচারক এটাকে বলসোনারোর পালিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।
তবে বিচারপতি মোরেস বলসোনারোকে পূর্ণকালীন চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। এর আগে তার চিকিৎসা দল জানিয়েছিল, তিনি স্বাস্থ্যের অবনতি ভুগছেন এবং নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন রয়েছে।
বিচার চলাকালে চলমান ফৌজদারি মামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে সতর্কতামূলক ব্যবস্থা লঙ্ঘনের দায়ে তাকে তখন গৃহবন্দি করা হয় এবং যাতে পালাতে না পারেন সেজন্য পায়ে অ্যাঙ্কল ব্রেসলেট পরানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে