ইইউ ও মেক্সিকোতে ৩০ শতাংশ শুল্ক কার্যকর ১ আগস্ট: ট্রাম্প
মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পণ্য আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে।
আলজাজিরা জানায়, শনিবার (১২ জুলাই) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পৃথক চিঠিতে এই ঘোষণা দেন ট্রাম্প। প্রধান ওই দুটি বাণিজ্য অংশীদারের সঙ্গে আলোচনায়ও আরও ব্যাপক বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে মেক্সিকান পণ্যে ট্রাম্প আরোপিত ২৫ শতাংশ শুল্কের চেয়ে এই শুল্ক বেশি, যদিও মার্কিন-মেক্সিকো-কানাডা চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী পণ্যগুলোকে ছাড় দেওয়া হয়েছে।
প্রতিক্রিয়ায়, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছেন, প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণসহ ইইউ তার স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। ‘১ আগস্টের মধ্যে চুক্তির দিকে কাজ চালিয়ে যেতে প্রস্তুত ছিল ইইউ’- বলেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইইউকে ‘দৃঢ়তার সাথে ইউরোপীয় স্বার্থরক্ষার’ আহ্বান জানিয়ে বলেন, ‘উভয়পক্ষ যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে বলপ্রয়োগ বিরোধী ব্যবস্থাসহ সব উপকরণ একত্রিত করে বিশ্বাসযোগ্য পাল্টা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি জোরদার করা উচিত’।
চলতি সপ্তাহের শুরুতে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ব্রাজিলসহ ২০টিরও বেশি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণার পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে