নির্বাচনকে ঘিরে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে ছয় সদস্যের ইইউ প্রতিনিধি দল।
ইসি সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি ও রোডম্যাপ, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার উপায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুযোগ দেয়া নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিনিধি দলটি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী। তাই তারা প্রাথমিকভাবে নানা পক্ষের সঙ্গে বৈঠক করছে। এসব বৈঠকের ভিত্তিতেই ইইউ পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নেবে।
বৈঠকের আগেই ইসি সচিব মো. আখতারুজ্জামান জানিয়েছিলেন, “ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে। তখন তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে