Views Bangladesh Logo

গাজায় ‘গণহত্যা’ চলছে: জাতিসংঘ সাধারণ পরিষদে এরদোগান

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে চলমান সংকটকে ‘কেবল যুদ্ধের চেয়েও বেশি কিছু’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বিশ্বনেতাদের সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজা পরিস্থিতিকে ‘ইতিহাসে নজিরবিহীন মানবিক বিপর্যয়’ বলে বর্ণনা করেন এরদোগান। অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা সরবরাহ এবং ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহিতারও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে প্রতি ঘন্টায় একজন শিশুকে হত্যা করা হয়েছে। শিশুদের অচেতন অবস্থায় টুকরো টুকরো করা হচ্ছে। এগুলো কেবল সংখ্যা নয়, প্রতিটিই একটি নিরীহ জীবনের প্রতিনিধিত্ব করে’।

এরদোগান জোর দিয়ে বলেন, সহিংসতা দুটি পক্ষের মধ্যে সংঘাত নয় বরং ‘একতরফা আগ্রাসন, গণহত্যা এবং গণহত্যার ঘটনা’।

তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্যদেরও দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে অনুপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়েছেন, তাদের কণ্ঠস্বরই শোনা যাচ্ছে না’।

এরদোগান সতর্ক করে বলেন, সংঘাতের প্রভাব গাজা এবং পশ্চিম তীর ছাড়িয়ে সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতার পর্যন্ত বিস্তৃত, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি।

‘মানবতাকে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। ইসরায়েলের হামলা নারী, শিশু এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ মৌলিক মানবাধিকার ধ্বংস করেছে’- বলেন এরদোগান।

তিনি এই প্রশ্ন করে শেষ করেন, ‘যে পৃথিবীতে শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে মারা যায়, সেখানে কি শান্তি থাকতে পারে? মানবতা আগে কখনও এতো বর্বরতা দেখেনি’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ