সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করুন
দিন যত গড়াচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যমের জন্য ততই যেন উদ্বেগজনক পরিস্থিতি ঘনিয়ে আসছে। একদিকে সাংবাদিকদের পেশাগত জীবনে যেমন আর্থিক নিশ্চয়তা কমে আসছে, তেমনি নেই জীবনের ও মানসম্মানের নিরাপত্তাও। অনেক ক্ষেত্রে এ দেশের সাংবাদিকরা আজ পদে পদে অবহেলার শিকার। গণ-অভ্যুত্থানের পর আমরা এমন বেশ কয়েকটি ঘটনা দেখলাম যেখানে সাংবাদিকদের মারধর করা হচ্ছে, জনসম্মুখে লাঞ্ছিত-অপমান করা হচ্ছে। সম্প্রতি দেখলাম আদালতকক্ষে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর যা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। জাতি হিসেবে কোথায় যাচ্ছি আমরা?
সংবাদমাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি সাংবাদিক মনজুরুল আলমের (পান্না) জামিন শুনানি চলাকালে মারধরের শিকার হয়েছেন সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাস কক্ষে সময় টিভির ওই সাংবাদিককে আইনজীবীরা মারধর করেছেন।
এ ঘটনায় আজ রোববার রাজধানীর কারওয়ানবাজারে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেন। গণমাধ্যমকর্মীরা বলেছেন, সাংবাদিকদের মারধর করা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এজলাসের মতো জায়গায় বিচারকের সামনে সাংবাদিককে মারধর করা হলো; কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। মানববন্ধনে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ তাকে আদালত থেকে বহিষ্কারের দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে অভিযুক্ত আইনজীবীর শাস্তি দাবি করে সময় টিভির সাংবাদিক ফারুক ভূঁইয়া বলেন, ‘আদালতের এজলাসে মব সৃষ্টি করে হামলা একটি নজিরবিহীন ঘটনা। এই ঘটনা দেখিয়ে দিল বিচারের বাণী নিভৃতে কাঁদে। এত বড় ঘটনা ঘটে গেল; কিন্তু কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেল না।’ এই ঘটনায় কোনো বিচার হবে কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেন তিনি। সময় টিভির আরেক সাংবাদিক হারুনর রশীদ বলেন, অপরাধীকে আদালত থেকে বহিষ্কার করা হোক। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে।
এই ঘটনাটিকে কোনোভাবেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অবশ্যই অভিযুক্ত অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। একসময় সাংবাদিকরা মার খেলে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত এসে সুরাহা করত; কিন্তু এখন প্রতিবাদটুকুও হয় না। কারণ, সাংবাদিকদের মধ্যে সেই ঐক্য নেই। সাংবাদিকদের এক হতে হবে। আর সরকারকেও সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে আদালতের মতো একটি জায়গায় এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই সরকার দ্রুত অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে